ঢাকা-১৭ আসনের মনোনয়ন কিনলেন ফেরদৌস
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-০৮ ১৫:৪৯:৩১
সদ্য প্রয়াত নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের শূন্য আসনে নির্বাচনের প্রার্থী হতে ইতিমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। এবার সেই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়ক ফেরদৌস।
সোমবার (৫ জুন) ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন এই নায়ক।
এতদিন রাজনৈতিক ব্যানারে কাজ করে এলেও এবার এই নায়ক সরাসরি যুক্ত হতে যাচ্ছেন রাজনীতিতে।
এম জি