ওয়ালটনে ক্যারিয়ার গড়ুন
আপডেট: ২০১৫-১০-১৯ ১০:৫০:০৭
দেশের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ওয়ালটন বাজারজাত করছে নতুন নতুন প্রযুক্তির অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন, ফিচার ফোন, এলইডি, থ্রিডি ও থ্রিডি স্মার্ট টেলিভিশন এবং বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স। এতদলক্ষ্যে আরও অধিকতর বিক্রয়োত্তর সেবা প্রদানের উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদে অভিজ্ঞতাসম্পন্ন ও দক্ষ জনবল নিয়োগ করা হবে।
ম্যানেজার/সহকারী ম্যানেজার (টেকনো সার্ভিস)
পদের সংখ্যা-৩৫
যোগ্যতা এবং অভিজ্ঞতা : ন্যূনতম বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার পাবে। আবেদনকারীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনা (অফিস অ্যাপ্লিকেশন যেমন: এম.এস.ওয়ার্ড, এক্সেল), ই-মেইল, ইন্টারনেটের ওপর দক্ষতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে সামাজিক যোগাযোগ রক্ষা এবং পরিস্থিতি মোকাবিলায় দক্ষ হতে হবে।
স্টোর অফিসার
পদের সংখ্যা – ২০
যোগ্যতা এবং অভিজ্ঞতা : ন্যূনতম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার ইঞ্জিনিয়ারিং অথবা যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১-২ বছরের অভিজ্ঞ থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মোবাইল ফোন টেকনিশিয়ান
পদের সংখ্যা-৫০
যোগ্যতা এবং অভিজ্ঞতা : ন্যূনতম এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা পাস। আবেদনকারীর মোবাইল ফোন হার্ডওয়্যার, সফটওয়্যার ও স্মার্টফোন সার্ভিসিংয়ের কাজে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার পাবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
টেলিভিশন টেকনিশিয়ান
পদের সংখ্যা-৫০
যোগ্যতা এবং অভিজ্ঞতা : ন্যূনতম এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা পাস। আবেদনকারীর সিআরটি, এলসিডি, এলইডি- টেলিভিশন সার্ভিসিংয়ের কাজে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার পাবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
হোম অ্যাপ্লায়েন্স টেকনিশিয়ান
পদের সংখ্যা – ৫০
যোগ্যতা এবং অভিজ্ঞতা : ন্যূনতম এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা পাস। আবেদনকারীর ইউপিএস, আইপিএস, সেলাই মেশিন, ব্লেন্ডার, জুসার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, টেবিল ফ্যান ইত্যাদি সার্ভিসিংয়ের কাজে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার পাবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
উপরোক্ত প্রতিটি ক্ষেত্রে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং আবেদনকারীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
উপরোক্ত পদের জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নিন্মোক্ত ঠিকানায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। জীবনবৃত্তান্তে অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
সিনিয়র সহকারী পরিচালক,
মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ,
ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম,
২২৪/বি, খিলগাঁও চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯।
অথবা
email- jobs_wsms@waltonbd.com