জাতীয় সঙ্গীতকে অবমাননা করলে তা অপরাধ হিসেবে গণ্য করতে একটি আইন অনুমোদন করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। নতুন এ আইনে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি জাতীয় সঙ্গীতের শব্দ এবং সুর বিকৃত করে কোনো অনুষ্ঠানে, ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে পরিবেশন করে, তাহলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। খবর বিবিসি।
এতদিন জাতীয় সঙ্গীত বিকৃত করে গাইলে শুধুমাত্র জরিমানা হতো। এ জরিমানার পরিমাণ ৪৫ ডলার থেকে ২,২০০ ডলার। এখন তার সঙ্গে কারাদণ্ড যোগ হলো।
রাশিয়ার দখল করে নেওয়া ভূখণ্ড ক্রিমিয়াতে এক সরকারি অনুষ্ঠানে রুশ জাতীয় সঙ্গীত গাওয়ার ঘটনা থেকে এই আইন প্রণয়নের সূচনা।
টিভি স্ক্রিনে প্রচারিত জাতীয় সঙ্গীতের সুরের সঙ্গে ব্যঙ্গাত্মক কয়েকটি শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছিলো যা নিয়ে সেসময় সরকারের মধ্যে ক্ষোভ তৈরি হয়।