চীনে ৪ শতাংশ বেড়েছে আকরিক লোহা আমদানি
আপডেট: ২০২৩-০৬-১৩ ১১:০৪:৫৯
চীনে গত মাসে ৩ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে আকরিক লোহা আমদানি। দেশটির শুল্ক বিভাগ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ধাতুটির উত্তোলন তুলনামূলকভাবে বেশি হওয়ায় আমদানিতে নিম্নমুখী প্রবণতা বজায় ছিল। খবর বিজনেস রেকর্ডার।
বর্তমানে চীন বিশ্বের শীর্ষ আকরিক লোহা ব্যবহারকারী দেশ। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, দেশটি গত মাসে আকরিক লোহা আমদানি করে ৯ কোটি ৬১ লাখ ৮০ হাজার টন। আগের বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৯ কোটি ২৫ লাখ ২০ হাজার টন। অন্যদিকে গত এপ্রিলের তুলনায়ও আমদানি বেড়েছে। এপ্রিলে আমদানি হয়েছিল ৯ কোটি ৪ লাখ ৪০ হাজার টন।
প্রসঙ্গত, চীনের ইস্পাতপণ্য রফতানি গত মাসে ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ লাখ ৬০ হাজার টনে। এপ্রিলে রফতানির পরিমাণ ছিল ৭৯ লাখ ৩০ হাজার টন। চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটির রফতানি ৪০ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
এনজে