ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকারকে সরকারি যানবাহন অধিদপ্তরের উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।
চলতি বছরের ১৪ জুন তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ না দিলে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন এই সিনিয়র সহকারী সচিব।
সোমবার (১২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, উল্লেখিত সিনিয়র সহকারী সচিব চলতি বছরের ১৪ জুন তারিখের মধ্যে কর্তমান কর্মস্থ্যল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৪ জুন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি