আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর আর্থিক সহযোগিতায় 'জুনিপার রাউটিং, সুইচ এবং সিকিউরিটি'র উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন সিস্টেম ও অপারেটর ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করছেন।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানস্থ হোটেল রিগস ইনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি ফকির ফিরোজ আহমেদ, কো-অর্ডিনেটর, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক।
বক্তারা বলেন, আমরা প্রশিক্ষণের জন্য নিবেদিত। আমাদের মূল লক্ষ্য ক্যাপাসিটি বিল্ডিং। আমি মনে করি আমাদের তরুণ প্রজন্ম এই ধরনের প্রশিক্ষণ থেকে খুব ভালভাবে উপকৃত হবে। এর মধ্য দিয়ে আমাদের দেশ উন্নতির শিখরে পৌছে যাবে।
বক্তারা আরো বলেন, গত ১২ বছরে আইবিপিসির সহায়তায় ৫০ সহস্রাধিক আইটি বিশেষজ্ঞকে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেছি। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে প্রতি মাসেই একটি করে প্রশিক্ষণের আয়োজন করার।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব সুব্রত সরকার শুভ্র, কোষাধ্যক্ষ, আইএসপিএবি ও জনাব মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, আইএসপিএবি।
উল্লেখ্য, তিন দিন ব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন জুনিপার ট্রেনিং বিশেষজ্ঞ ওয়াসিম প্যাটেল, স্পেক্ট্রাম কনসালটেন্ট, ভারত; মো. জাহাঙ্গীর হোসেন, প্রশিক্ষণ বিশেষজ্ঞ, আর্থ কমিউনিকেশন ও মো. কামাল হোসেন, রেস কমিউনিকেশন লিমিটেড। তারা কিভাবে একটি আইএসপিতে 'জুনিপার রাউটিং, সুইচ এবং সিকিউরিটি' নিখুঁতভাবে কনফিগার করা হয় সে সমন্ধে হাতে কলমে জ্ঞান দান করবেন এবং প্রতিষ্ঠান নিরাপদ রাখা ও টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা প্রশিক্ষণার্থীবৃন্দ এই কর্মশালার মাধ্যমে জানতে পারবে।
সানবিডি/ঢাকা/এসএস