বিএনপি ভোট বর্জন করলেও জনগণ অংশ নেবে: তথ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৩ ১৫:০৬:০০


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি। ভবিষ্যতে বিএনপি ভোট বর্জন করলেও, জনগণ ব্যাপকভাবে নির্বাচনে অংশ নেবে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের ভোট দেশের ইতিহাসে একটি মডেল নির্বাচন।

মেয়র প্রার্থীর ওপর হামলা কাম্য নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন তদন্ত করছে। এতে যে কিংবা যারা এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে।

এ সময় খালেদা জিয়া ইস্যুতে হাছান মাহমুদ বলেন, তিনি কারামুক্ত হয়নি, তার শাস্তি মওকুফ হয়নি। প্রধানমন্ত্রীর নিজ এখতিয়ারে তাকে কারাগারের বাইরে অবস্থানের অনুমতি দেয়া হয়েছে। তাকে মুক্তি দেয়ার বিষয়টি আদালতের এখতিয়ার।

এম জি