চাঁদপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম
প্রতিনিধি আপডেট: ২০২৩-০৬-১৫ ২১:৪১:০৯

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে চাঁদপুরের বর্তমান এসপি মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
বিসিএস ২৫ ব্যাচের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম ২০০৬ সালে কর্ম জীবন শুরু করেন। ভোলা জেলায় দায়িত্ব পালনকালে তিনি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন।
এরআগে তিনি উপ পুলিশ কমিশনার ডিএমপি উত্তরা বিভাগে দায়িত্ব পালন করেছেন।
ময়মনিসংহের মুক্তাগাছার মেধাবী সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম ক্রিমিনোলজি বিভাগ থেকে সাফল্যের সাথে এমএসএস সম্পন্ন করেছেন।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













