এই প্রচন্ড গরমে বাঁচা মুশকিল। প্রাণটা যাই যাই করছে। কোনও জায়গায় যে দু’দন্ড জিরোবে মানুষ তার জো নাই। কোথাও চল্লিশের ঘরে তো কোথাও হাফ সেঞ্চুরি করে ব্যাট করছেন সূর্য। আর তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।
অতএব, এই গরমে মানসিক এবং শারীরিক নির্যাতনের দায় তো সূর্যর উপরই বর্তায়। এই মর্মে থানায় গিয়ে সটান অভিযোগ জানান শিবপাল সিং নামে জনৈক ব্যক্তি। ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে এখবর জানা গেছে।
ঘটনাস্থল ভারতের মধ্যপ্রদেশের শাজাপুরের। শাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ২০ মে দায়ের হয় অভিযোগ।
ভারতীয় দন্ডবিধির ১৯৭৩-এর ১৫৪ নম্বর ধারা অনুযায়ী সূর্যর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এমন অভিযোগ তো সচরাচর থানায় জমা পড়ে না। অভিযোগ পেয়ে তাই প্রথমে খানিকটা হকচকিয়ে গিয়েছিলেন থানার অফিসাররা। পরে থানা ইনচার্জ রাজেন্দ্র ভার্মা জানান, শিবপাল সিং নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। পাশাপাশি গোটা মামলাটি প্রকৃতির সঙ্গে সম্পর্কিত। তাই এই নিয়ে কোনও তদন্ত বা ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
সানবিডি/ঢাকা/এসএস