টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১৪ ১০:০২:৩৮

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
টস জিতে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, নতুন উইকেট, গত কয়েকদিন বৃষ্টি হয়েছে বলে এমন সিদ্ধান্ত।
লিটন দাসও জানান, টস জিতলে তিনিও আগেই বোলিং নিতেন।
বাংলাদেশ একাদশ:
জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ:
ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটকিপার), করিম জানাত, আমির হামজা, জহির খান, নিজাত মাসুদ, ইয়ামিন আহমদজাই।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












