আমি আপনাদের মাঝে শীঘ্রই ফিরে আসবো এবং আপনাদের দেয়া পবিত্র দায়িত্ব পালন করবো। কথাগুলো বলেছিলেন ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় শিকার হয়ে কারান্তরিন ও কারাগার থেকেই নির্বাচিত টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড হতে বিপুল ভোটে নির্বাচিত মেম্বার এনামুল হক এনাম।
গত বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেকনাফ সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ অনুষ্টান অনুষ্ঠিত হয়। কারান্তরিন নবনির্বাচিত মেম্বার এনামুল হক এনাম প্যারোলে মুক্তি পান। তাকে সহ নির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশোসক মো: আলী হোসেন।
টেকনাফ উপজেলার প্রথম শ্রেণীর ফুটবল খেলোয়াড় ও নাফ স্মৃতি ফুটবল একাদশের অধিনায়ক এনামুল হক এনাম গত ১ বছর ধরে ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরিন রয়েছেন। গত ২২ মার্চ টেকনাফ সদর ইউনিয়নের নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। স্থানীয় জনগণ তার প্রতি অকুন্ঠ ভালোবাসা দেখিয়ে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীকে ১০১৭ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন।
গতকাল বৃহস্পতিবার প্যারোলে মুক্তি নিয়ে শপথ নিতে আসা মেম্বার এনামুল হককে একনজর দেখতে আসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিসহ সকল শ্রেণীর শতশত মানুষ। উপস্থিত লোকজন তাকে দেখে আবেগআপ্লুত হয়ে তার কর্মী সমর্থকরা অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
এসময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমি অপরাধি নই। আমি কোন অপরাধ করিনি। আমি অপরাধি নয় বলেই আপনারা আামাকে অকুন্ঠ ভালোবাসা দেখিয়েছেন এবং বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের এই ঋণ কোন দিন সোধ করতে পারবোনা।
তিনি বলেন, আপনাদের দেয়া পবিত্র আমানত ও আমার উপর দেয়া অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে যাবো। আমি সব সময় জনগণে পাশে ছিলাম, এখনো আছি। ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের মাঝে শীঘ্রই ফিরে আসছি।
সানবিডি/ঢাকা/শাহীন/আহো