শান্তর সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১৪ ১৫:৫৯:১৭

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। তার আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়েছে আফগানিস্তান। ১১৮ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
এদিকে মাহমুদুল হাসান জয়ও অর্ধশতক পূর্ণ করেছেন। তাদের চোখ ধাঁধানো ব্যাটিং বেশ দাপটের সঙ্গে আফগান বোলারদের মোকাবিলা করছে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে একমাত্র টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
আফগানিস্তানের একাদশ
ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, আমির হামজা, নিজাত মাসুদ, জাহির খান, ইয়ামিন আহমেদজাই।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












