সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের জামিন চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী বুধবার (১ জুন) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার প্রথম দিনের শুনানি শেষে এই দিন ধার্য করা হয় বলে জানান ব্যারিস্টার এহসানুর রহমান।
তিন জানান, জামিন সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রথম দিনের শুনানির পর আগামী ১ জুন বুধবার পরবর্তী শুনানির দিন ঠিক করেন।
এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এজে মুহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময় উপস্থিত ছিলেন, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও এহসানুর রহমান।
শফিক রেহমানের জামিন চেয়ে এর আগে ২৫ মে (বুধবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন আইনজীবী। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন বলেও জানান আইনজীবীরা।
এর আগে গত ৫ মে শফিক রেহমানের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে এক আবেদন শুনানির পরিপ্রেক্ষিতে হাকোর্টের নির্দেশনায় তাকে কারাগারে ডিভিশন দেয়া হয়েছে।
গ্রেফতার করার পর প্রথম দিন সাংবাদিক শফিক রেহমানের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে গত ২২ এপ্রিল আবার সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। ওইদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় দফায় আরো পাঁচ দিন রিমান্ডে নেয়ার আদেশ দেন।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হয়। ওইদিন দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।
সানবিডি/ঢাকা/আহো