ফ্রান্সে প্রাপ্য সম্মান পাননি মেসি: এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১৪ ১৬:৩৩:০৯
২ বছরের চুক্তি শেষে কিছুদিন আগেই ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসির মতো কিংবদন্তির এভাবে চলে যাওয়ায় অখুশি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার মতে, ফ্রান্সে মেসি প্রাপ্য সম্মান পাননি। খবর গোল ডটকমের।
উল্টো নিজেদের সম্পর্ক শেষের সময় দুই পক্ষের মধ্যে মনোমালিন্য হয়। যার জেরে পিএসজির সঙ্গে নতুন চুক্তি না করে ক্লাব ছাড়ার ঘোষণা দেন মেসি। কিছুদিন আগে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। খুব শিগগিরই মেজর লিগ সকারের ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেলবেন তিনি। তাঁর মতো কিংবদন্তির এভাবে চলে যাওয়ায় অখুশি কিলিয়ান এমবাপ্পে।
এদিকে পিএসজির সঙ্গে নতুন চুক্তি না করার ঘোষণা দিয়েছেন এমবাপ্পে। নিজের চুক্তির বিষয়ে ইতালির সংবাদমাধ্যম লা গাজ্জেতা দেলো স্পোর্টের সঙ্গে কথা বলার সময় মেসি সম্পর্কে এমনটিই জানিয়েছেন এই স্ট্রাইকার। তিনি বলেছেন, বুঝতে পারছি না মেসির চলে যাওয়ায় মানুষ কেন এত স্বস্তি পাচ্ছে। সে ফ্রান্সে প্রাপ্য সম্মান পায়নি।
এমবাপ্পের অভিমত যথার্থই। মেসিকে কখনোই আপন করে নেননি পিএসজির সমর্থকেরা। ম্যাচ চলাকালীন বিভিন্ন সময়ে আর্জেন্টাইন অধিনায়ককে দুয়ো দিয়েছেন ক্লাবের কিছু কট্টরপন্থী সমর্থক। মাঝে ক্লাবের অনুমতি না নিয়ে তাঁর সৌদি আরবে সফর নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। এ ঘটনার পর তাঁকে আর সহ্য করতে পারেনি কট্টরপন্থী সমর্থকেরা। এমনকি তাঁকে ক্লাবছাড়া করার জন্য আন্দোলনও করে উগ্র সমর্থকগোষ্ঠী।
এম জি