রানির দেশেই অপহৃত রানি ! জান বাজি রেখে নিজেদের রানিকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল হাজার হাজারে সেনা ! ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের বিখ্যাত কুইন গার্ডরা কি এমন করতে পারবে? রক্ষণশীল ব্রিটিশদের মনে উঁকি দিচ্ছে এমন প্রশ্ন৷ গাড়িতে বন্দি মৌচাকের রানি৷ তাকে উদ্ধার করতে হুল উঁচিয়ে তেড়ে যাচ্ছে অগুন্তি মৌমাছি৷ গোটা একটা দিন মক্ষীরানিকে উদ্ধার করতে লাগাতার আক্রমণ চালিয়েছে তারা৷ সবকিছু জানতে পেরে চমকে গিয়েছেন ৬৫ বছরের বৃদ্ধা ক্যারল হোবার্থ৷
ঘটনা এরকম৷ লন্ডন নিবাসী ক্যারল হোবার্থ ওয়েস্ট ওয়েলসে শপিং করতে গিয়েছিলেন৷ নির্দিষ্ট স্থানে গাড়ি পার্ক করেন৷ হঠাৎ তাঁর গাড়ির পিছনে রাশিরাশি মৌমাছি চাক তৈরি করতে শুরু করে৷ মৌমাছিদের রক্ষণাবেক্ষণে নিযুক্ত কর্মীরা সেটা দেখেন৷ তাঁরা একটি বড় বাক্সে সেই মৌমাছিদের ঢুকিয়ে দেন৷ গাড়ি স্টার্ট করার আগে বাকি মৌমাছিদের হটিয়ে দেওয়া হয়৷
হাল ছাড়েনি বাকি মৌ সেনারা৷ তারা পিছু নেয় গাড়ির৷ পরদিন সকালে ক্যারল হোবার্থ দেখেন তাঁর গাড়ির পিছনে অগুন্তি মৌমাছি ভনভন করছে৷ ফের মৌমাছি সংরক্ষণকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়৷ তারা এসে আবার সবকিছু পরিষ্কার করে দেয়৷ তাদের ধারণা, কোনও কারণে ওই বৃদ্ধার গাড়ির ভিতরে ঢুকে পড়েছে মক্ষীরানি৷ আর রানিকে উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে অনুগত সেনাবাহিনী৷ কোথায় লুকিয়ে আছেন রানি ? তা কেউ বুঝে উঠতে পারছেন না৷ এদিকে মৌমাছির দল লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে৷
মৌমাছি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মক্ষিরানি যখন চাক বদল করতে ইচ্ছুক হয় তখন তার পিছনে পিছনে গিয়ে গার্ড দেয় কর্মী মৌমাছিরা৷ যাইহোক, অনুগত সেনাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও প্রশ্নই নেই৷ মৌরানির উদ্ধারের জন্য তাদের লড়াইয়ে চমকে গিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথের শহরের জনসাধারণ৷
সানবিডি/ঢাকা/আহো