নিউলাইন পণ্যের সেবাদাতা গ্লোবাল ব্র্যান্ড
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-১৪ ২১:০১:১৪
সারাদেশে আইটি সলিউশন সেবাদাতা গ্লোবাল ব্র্যান্ড নিজস্ব বিপণন পরিবারে যুক্ত করেছে ডিসপ্লে সলিউশনের গ্লোবাল লিডার নিউলাইনকে। এখন থেকে ভোক্তাদের নির্দিষ্ট ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য ও সেবা প্রদানে চুক্তি সই করে প্রতিষ্ঠান দুটি।
১৯৯৬ সাল থেকে গ্লোবাল ব্র্যান্ড দেশের তথ্যপ্রযুক্তি পণ্য ভোক্তাদের মানসম্পন্ন সেবা দিয়ে আসছে। ইতিমধ্যে শতাধিক ব্র্যান্ড নিয়ে সাফল্যের সঙ্গে বিপণন ব্যবসা পরিচালনা করছে দেশি প্রতিষ্ঠানটি।
ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে সলিউশনের অন্যতম বৈশ্বিক সেবাদাতা হচ্ছে নিউলাইন। ইউজার ফ্রেন্ডলি ডিসপ্লে সলিউশন প্রদানে ভোক্তাদের কাছে ব্র্যান্ডটির সুপরিচিতি আছে।
রাজধানীর গ্লোবাল ব্র্যান্ডের প্রধান শাখায় দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা হয়। সভায় উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, প্রফেশনাল অডিও-ভিডিও সলিউশনের হেড অব বিজনেস মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম, নিউলাইন ব্র্যান্ডের রিজিওনাল ডিরেক্টর দেবা প্রতিম চৌধুরী, কাস্টমার এক্সিলেনস ব্যবস্থাপক অরবিন্দ লাল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন উদ্যোগের ফলে সব শ্রেণির বাংলাদেশি আইটি ভোক্তারা আরও সহজে নিউলাইন ব্র্যান্ডর মাল্টি-টাচ ক্যাপিবিলিটি, ওয়ারলেস কানেক্টিভিটি ও সফটওয়্যার অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাডভান্সড ফিচারের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে সলিউশন ও সেবা গ্রহণ করতে পারবেন।
এএ