পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে শেয়ার বিক্রি করে বেরিয়ে গেল সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানটির কাছে ইসলামী ব্যাংকের ২ দশমিক শূন্য ৭ শতাংশ অর্থাৎ ৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬টি শেয়ার ছিল।
একেকটি শেয়ারের দাম ৩২ টাকা ৬০ পয়সা করে গড়ে ১০৯ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে শেয়ারগুলো।
চলতি বছরের মে মাসে হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দেয় আইসিবি। এরপর ব্যাংকটির পরিচালক পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু তাহের মো. আহমেদুর রহমান।
শেয়ার বিক্রি প্রসঙ্গে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করা হয়েছে। প্রয়োজন মনে হলে আবারও শেয়ার কিনব।
এএ