ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় রেড রোডে তিনিসহ ৪২ জন মন্ত্রী শপথ নেন। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এ নিয়ে টানা দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা, ইংরেজি, উর্দু ও হিন্দিতে এই শপথের ব্যবস্থা করা হয়। মমতার শপথ অনুষ্ঠান ঘিরে রীতিমত তারকার মেলা বসে রেড রোডে। তার এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনীতিক, শিল্পপতি, বলিউড, টলিউডের সুপারস্টাররা। পশ্চিমবঙ্গ এত বড় শপথ অনুষ্ঠান আগে কখনও দেখেনি। ভেন্যুতে বিনা নিরাপত্তা পাসে ২০ হাজার দর্শনার্থীকে শপথ অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়।
মমতার এই শপথ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে রেড রোডে অংশ নেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শপথ অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজনীতিক লাল প্রসাদ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব অংশ নেন।
শপথ অনুষ্ঠান ঘিরে ফোর্ট উইলিয়ামের মূল ফটকের ৫০ ফুট রেখে তৈরি করা হয় বিশাল মঞ্চ। শপথে অনুষ্ঠান শেষে সেখানে মুখ্যমন্ত্রী চা চক্রের আয়োজন করেছেন। এরপর বেলা ৩টায় মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা নবান্নে যাবেন। সেখানে মুখ্যমন্ত্রীকে 'গার্ড অব অনার' দেবেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। তারপর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি তাকে স্বাগত জানিয়ে দফতরে পৌঁছে দেবেন। মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে শুক্রবারই। সে বেঠক থেকেই ৪২ মন্ত্রীর দফতর বিলি হবে।