সাকা চৌধুরীর পক্ষে সাক্ষী দিতে ৭ জনের আবেদন
প্রকাশ: ২০১৫-১০-১৯ ১১:২৬:৩৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য সাতজন আবেদন করেছেন।
সোমবার সকালে এই সাত নাগরিকের পক্ষে সাকা চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান এই আবেদন করেন।
এই সাতজনের মধ্যে চারজন পাকিস্তানের নাগিরক, একজন আমেরিকার নাগরিক এবং বাকি দুজন বাংলাদেশি।
প্রসঙ্গত, সাকা চৌধুরী ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে ইতিমধ্যে রিভিউ আবেদন করেছেন। তা শুনানির অপেক্ষায় আছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












