রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে রাশিয়া শত্রুভাবাপন্ন দেশগুলোয় কৃষিপণ্য রফতানি বন্ধ রেখেছে। এর পরও চলতি বছর এসব পণ্যের রফতানি ১০ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে।
এ বিষয়ে দেশটির উপপ্রধানমন্ত্রী ভিক্টোরিয়া আবরামচেঙ্কো বলেন, ‘শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ফলে কৃষিপণ্য রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েনি। আমরা রুবল ও পরিমাণ, উভয় দিক থেকেই সরবরাহ বাড়িয়েছি। শত্রুভাবাপন্ন দেশ বলতে তিনি ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোর প্রতি ইঙ্গিত করেছেন।’
আবরামচেঙ্কো আরো বলেন, ‘২০২২ সালে কৃষিপণ্য রফতানি ৪ হাজার ১৫০ কোটি ডলার ছাড়িয়েছিল। ওই বছর ২০২১ সালের তুলনায় ১২ শতাংশ বেশি রফতানি হয়। এ বছর রফতানি ১০ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।’
রাশিয়া ও ইউক্রেন বিশ্বের শীর্ষ দুই কৃষিপণ্য উৎপাদক দেশ। গম, যব, ভুট্টা, সরিষা, সূর্যমুখী তেল ও তেলবীজের আন্তর্জাতিক বাজারে দেশ দুটির বড় হিস্যা রয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এসব পণ্যের বৈশ্বিক সরবরাহে টান পড়েছে।
এনজে