সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ১৯।
বৃহস্পতিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে মক্কায় বাংলাদেশ হজ অফিস।
নিহত হজযাত্রীরা হলেন মো. আবুল কাশেম (৪৬), তিনি বরুড়া কুমিল্লার বাসিন্দা। তার পাসপোর্ট-এ ০৭১১৬১১৬। অপরজন মো. শাহাজাহান আলী (৬৬), তিনি রাজপাড়া রাজশাহীর বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-ইএফ ০২৭০২০৩।
হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১৬ ও মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী।
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৯৪৯ জন সৌদি আরবে গিয়েছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এম জি