১৪৬ রানে অলআউট আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১৫ ১৬:০২:৩৮


আফগানিস্তানকে ফলো-অনে না ফেলে দ্বিতীয় ২৩৬ রানে এগিয়ে থেকে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। প্রথম সেশনে দারুণ বোলিংয়ের ধারা দ্বিতীয়টিতেও ধরে রাখল বাংলাদেশ। দ্বিতীয় দিনের চা বিরতি পর ৩৯ ওভারে ১৪৬ রানে সব কয়টি উইকেট হারায় আফগানরা। তবে তাদের ফলো-অনে না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে টাইগাররা।

বাংলাদেশের হয়ে এবাদত হোসেন ৪টি, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮২ রানে অল-আউট হয়। প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত (১৪৬)। এছাড়া সেঞ্চুরি মিস করেন ওপেনার মাহমুদুল হাসান (৭৬)। শান্ত আর মাহমুদুলের দ্বিতীয় উইকেট জুটি ছিল ২১২ রানের। তবে আজ দ্বিতীয় দিনে আর মাত্র ২০ রান যোগ করতে পারেন শেষ পাঁচ ব্যাটার। দিনের শুরুতেই মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি গড়া মেহেদি হাসান মিরাজ (৪৮) ফিরেন ইয়ামিন আহমেদজাইয়ের বলে আমির হামজার তালুবন্দি হয়ে।

মুশফিকুর রহিমের সঙ্গে ৬ষ্ঠ উইকেট জুটি ছিল ৮৩ রানের। পরের ওভারেই নিজাত মাসুদের ছোড়া দুর্দান্ত এক বাউন্সারে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক (৪৭)। লোয়ার অর্ডারের কেউই ভূমিকা রাখতে পারেননি। ১৬ ওভারে ৭৯ রানে পাঁচ উইকেট নিয়েছেন অভিষিক্ত নিজাত মাসুদ। ইয়ামিন আহমেদজাই নিয়েছেন ৩৯ রানে ২টি।

এম জি