
বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য (২০২৩-২৫) কাজ করবে এ কমিটি।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাইম নিউজের গাযী আনোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের সাখাওয়াত হোসেন সুমন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এস এম এ কালাম ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আলী ইব্রাহীম।
শুক্রবার (১৬ জুন) গাজীপুরের ছুটি রিসোর্টে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সদস্যদের ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাসুদ মিয়া (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান (ইন্স্যুরেন্স নিউজ বিডি), অর্থ সম্পাদক জাকির হুসাইন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান (দৈনিক সংগ্রাম), দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক (আরটিভি)।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি), জাফর আহমদ (বাংলা নিউজ ২৪.কম) ও রেজাউল করিম (একুশে টিভি)।
অসুস্থতার কারণে সভাপতি অনুপস্থিত থাকায় সংগঠনের সহ-সভাপতি আলী রিয়াজ সাধারণ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন।
বিমা খাতের সাংবাদিকদের সংগঠনের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিজনেস পোর্টাল অর্থসূচক সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ডিজেএফবি সভাপতি হামিদুজ্জামান।