গুজরাট লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে মুস্তাফিজের হায়দরাবাদ। যদিও ইনজুরির কারণে খেলতে পারেন নি বাংলাদেশের কাটারবয়। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৫৮ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস ফাইনালে তুলে দেয় হায়দরাবাদকে। ফাইনালে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিন গুজরাট লায়ন্স করে ১৬২ রান। অ্যারন ফিঞ্চের ৩২ বলে ৫০, ব্রেন্ডন ম্যাককালামের ২৯ বলে ৩২ রানে ভর করে এ রান করে গুজরাট।
রান তাড়া করতে গিয়ে বেশ বেগ পেতে হয় হায়দরাবাদকে। দলের ব্যাটসম্যানরা এদিন অাশা-যাওয়ায়ই থাকেন। তবে অষ্টম ব্যাটসম্যান বিপুল শর্মা (৩ ছক্কায় ১১ বলে ২৭ রান) ওয়ার্নারকে বেশ সঙ্গ দেন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। প্রায় সেঞ্চুরি ছোঁয়া ইনিংসটি ওয়ার্নার সাজিয়েছেন ১১ চার ও ৩ ছক্কায়।
ক্রিকইনফো।