বিদেশিদের কাছে নালিশ করার রাজনীতি করি না: কাদের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৮ ১৫:৪৯:৫৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দাওয়াত ছাড়াই নালিশ করতে বিদেশিদের কাছে যায়। তাদের দাওয়াতে আমরা দুই-একবার গিয়েছি। আমরা দেশের বিরুদ্ধে নালিশ করার রাজনীতি করি না।
রোববার (১৮ জুন) রাজধানীতে এক সেমিনার শেষে এ মন্তব্য করেন তিনি। সেমিনারে ওবায়দুল কাদের জানান, আগামী অক্টোবরে মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের তেজগাঁও পর্যন্ত কাজ আগামী নির্বাচনের আগে শেষ করা হবে।
ওবায়দুল কাদের বলেন, দেশে রুচির দুর্ভিক্ষ চলছে। মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর কাজ বন্ধ করতে হবে।
এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপির অনেকে তলে তলে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ভোটে আসবে না বলে অন্যরা বয়কট করবে, এমন ভাবলে বোকার স্বর্গে বাস করা হবে, এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













