ভোমরায় ৬০ হাজার টন কমেছে আদা আমদানি
আপডেট: ২০২৩-০৬-১৯ ০৯:৩৬:০৭
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে আদার আমদানি।চলতি অর্থবছরের গত ১১ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় মসলাজাত পণ্যটির আমদানি কমেছে প্রায় ৬০ হাজার টন। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে সরবরাহ কম থাকায় ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে আদা কম আসছে।
এদিকে পর্যাপ্ত আমদানি না থাকায় কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় বাজারে ব্যাপকহারে আদার দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ১৫০-২০০ টাকা। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ না থাকায় পণ্যটি বেশি দামে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা বিভাগ থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত এ বন্দরে আদা আমদানি হয়েছে ১৪ হাজার ৮৮৯ টন, যার আমদানিমূল্য ১৫৩ কোটি ২৯ লাখ টাকা। একইভাবে গত অর্থবছরের একই সময়ে পণ্য আমদানি হয় ৭৩ হাজার ৪৮৭ টন আদা, যার আমদানিমূল্য ছিল ৬২৫ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে চলতি অর্থবছরের গত ১১ মাসে আদার আমদানি কমেছে ৫৮ হাজার ৫৯৮ টন।
এনজে