[caption id="attachment_22631" align="alignright" width="456"] ফাইল ছবি[/caption]
সদর ও কসবা উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটগ্রহণের শুরুতেই ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন সাধারণ ভোটাররা।
সকাল ৯টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সুহাতা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন। তবে ভোটারদের অভিযোগ তাদের ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন না আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাহাদাত খানের লোকজন। ভেতরে পুলিশের সহযোগিতায় প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছেন তারা।
তবে ভোটারদের এ অভিযোগ অস্বীকার করেন সুহাতা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মানিকুজ্জামান।