শহর কলকাতা যখন তাঁর কণ্ঠেই ঢাকের তালে কোমর দোলাচ্ছে, তখন মু্ম্বইয়ের লোখন্ডওয়ালাতে ঢাকের কাঠি হাতে স্বয়ং অভিজিৎ৷ অনেক মুম্বইবাসীর কাছেই দুর্গাপুজো মানেই গায়ক অভিজিতের পুজো৷ লোখণ্ডওয়ালার এ পুজোকেই ‘সেরা পুজো’ বলে দাবি করছেন গায়ক৷ এ বছর এই পুজো পড়ল ২০ বছরে৷
আরব সাগরের পারেও মায়ের আরাধনা জমজমাট৷ থিমের পুজোয় তেমন বিশ্বাস নেই অভিজিতের৷ ‘আলিশান’ থিমে মায়ের রূপই যেন ঢাকা পড়ে যায় তাঁর কাছে৷ ‘নায়ক’ ছবির অরিন্দম রূপে উত্তমকুমার যেমন বলেন ড্যাবড্যাবে চোখ, পানপাতার মতো মুখ না হলে ভক্তি আসে না, অভিজিতেরও মত যেন সেরকমই৷ থিমের ঘনঘটায় নয়, বনেদিআনায়, আন্তরিকতায় তাঁদের পুজোই যে সেরা, এ নিয়ে দ্বিমত নেই তাঁর৷ বরং কলকাতার লোকই যে তাঁদের পুজো দেখে শিখবে, কেমন পুজো করতে হয়, তাইই মত তাঁর৷মুম্বইয়ের অনেক পুজো যখন শুরুই হয় না, তখন ঢাকের তালে কোমর সত্যিই যেন দুলে উঠছে লোখন্ডওয়ালার অধিবাসীদের৷
এতবড় একটা ‘ইভেন্ট’ যে তিনিই আয়োজন করেন এ কথা গর্ব করেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি৷ আর তাই পুজোর কটাদিন খোশমেজাজে গায়ক৷ ‘বলো দুর্গা মাইকি’র তালে তালেই হাতের ঢাকের কাঠিও বোল তুলছে৷ সে বোল গোটা মুম্বইয়ে পৌঁছে দিচ্ছে বাঙালির দুর্গাপুজোর স্পিরিট৷