ভারতের ভুট্টা রফতানি ১০ শতাংশ কমার আশঙ্কা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-২০ ০৯:৫৭:২৭
ভারতে ২০২৩-২৪ মৌসুমে ভুট্টা রফতানি ১০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৈশ্বিক উৎপাদন বাড়ার সম্ভাবনায় এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে ইউএসডিএ জানায়, ২০২৩-২৪ মৌসুমে ভারতের ভুট্টা রফতানি কমে ৩৬ লাখ টনে নামতে পারে। ২০২২-২৩ মৌসুমে রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৪০ লাখ টনে। অন্যদিকে ভারতের এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির তথ্য বলছে, ২০২১-২২ মৌসুমে ভারতের ভুট্টা রফতানির পরিমাণ ছিল ৩৬ লাখ ৯০ হাজার টন। ২০২২-২৩ মৌসুমে রফতানির পরিমাণ ৩৪ লাখ ৫০ হাজার টনে নামতে পারে। ২০২৩-২৪ মৌসুমে দেশটি ভুট্টা রফতানি থেকে আয় করবে ১১২ কোটি ডলার।
ভারতের কৃষিপণ্য রফতানিকারক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাদান প্রকাশ বলেন, ‘বর্তমানে আমরা প্রতি টন ভুট্টা ২৬৫ ডলারে রফতানি করছি। শস্যটির দাম লক্ষণীয় মাত্রায় কমে গেছে। আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ভুট্টার দাম টনপ্রতি ২৫৫ ডলারে নেমে আসতে পারে। বিষয়টি রফতানি কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা পালন করবে।’
এনজে