বিদেশ বসে মাতাল হয়ে কি প্রেস রিলিজ দিলো, তাতে কিচ্ছু যায়/আসে না: নুর
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৬-২১ ১৯:২৭:২৯

গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া নুরুল হক নুর ও রাশেদ খানকে সাময়িক অব্যাহতির ঘোষণা দেওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নুরুল হক নুর। তাতে তিনি বলেন- বিদেশ বসে মাতাল হয়ে সে কি প্রেস রিলিজ দিলো, তাতে আমাদের কিচ্ছু যায়/আসে না।
নুরুল হক নুর লেখেন, ‘রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ২১ জনকেও ভালোভাবে চেনে না, নামও বলতে পারবে না। ৫৪ জেলা কমিটির ১০ জনকে তিনি চেনেন কি না সন্দেহ! গত পৌনে দুই বছরে রেজা কিবরিয়া সংগঠনে পৌনে ২ লাখ টাকাও খরচ করেননি। ২০টা প্রোগ্রামেও ছিলেন না।’

তিনি আরও লেখেন, ‘গণঅধিকার পরিষদ কিংবা গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন/ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ গঠনে রেজা কিবরিয়ার কোনো ভূমিকা নেই। সব কিছু গুছিয়ে আমরাই তাকে একটা গুছানো প্ল্যাটফর্মে এনেছিলাম। সুতরাং গণঅধিকার পরিষদের সংগঠকদের কাউকে বহিষ্কার করা বা গণঅধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখে না।’
‘বিদেশ বসে মাতাল হয়ে সে কি প্রেস রিলিজ দিলো, তাতে আমাদের কিচ্ছু যায়/আসে না। আমরা কেন্দ্রীয় মিটিং ডেকে নিয়মতান্ত্রিকভাবেই ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছি’ বলেও পোস্টে উল্লেখ করেছেন ডাকসুর সাবেক এ ভিপি।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













