বিশ্ববাজারে কমেছে আকরিক লোহার দাম
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৬-২১ ১১:১৪:১০
বৈশ্বিক বাজারে কমেছে আকরিক লোহার দাম। ইস্পাতের ক্রমবর্ধমান সরবরাহ এবং দাম কমে যাওয়ার প্রভাবে আকরিক লোহার বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) বুধবার আকরিক লোহার দাম আগের দিনের তুলনায় দশমিক ৩৭ শতাংশ কমেছে। প্রতি টন লেনদেন হয়েছে ৮০৭ দশমিক ৫ ইউয়ানে (১১২ ডলার ৯৮ সেন্ট)। এর আগে সেখানে ধাতুটির দাম ২ শতাংশ বেড়ে গিয়েছিল।
অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে জুলাইয়ে সরবরাহের জন্য চুক্তি করা আকরিক লেহার দাম দশমিক ৯৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১১২ ডলার ৪৫ সেন্টে। আগের সপ্তাহে ধাতুটির দাম ৪ শতাংশ বেড়ে গিয়েছিল।
উৎপাদন বেড়ে যাওয়ায় সম্প্রতি বিশ্ববাজারে ইস্পাতের দাম কমেছে। এর মধ্যে রডের দাম দশমিক ৭৭ শতাংশ, হট-রোলড কয়েলের দাম ৮২ ও অয়্যার রডের দাম ৪৫ শতাংশ কমেছে। স্টেইনলেস ইস্পাতের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ। কিছু ইলেকট্রিক আর্ক ফার্নেস মার্জিন বেড়ে যাওয়ায় উৎপাদনের হার বাড়িয়েছে। ফলে বাজারে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
এনজে