‘বেগম জান’-এর ছেলেবেলার পাড়ার পুজোয় কাঁসর হাতে সৃজিত

প্রকাশ: ২০১৫-১০-১৯ ১১:৫৩:২৯


Sruhid-Sangha-655x360এই বসন্ত রায় রোডেই কেটেছে তাঁর ছোটবেলা৷ সুহৃদ সঙ্ঘের পুজো তাই তাঁর কাছে পাড়ার পুজো৷ আর এবারের পুজোয় টিম ‘রাজকাহিনী’কে নিয়ে নিজের পাড়ার সেই পুজোয় ঘুরে গেলেন ‘বেগম জান’ ঋতুপর্ণা সেনগুপ্ত৷

সুহযদ সংঘের এবারের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী? পুজোর উদ্বোধনের দিনেই ছোটবেলার নস্ট্যালজিয়ায় সে পুজো মণ্ডপে হাজির ঋতুপর্ণা৷ সঙ্গে প্রায় গোটা ‘রাজকাহিনী’ টিম৷ ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, এনা সাহা, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত৷ ঢাকোর বোলে, হাতের তালে জমে উঠল আড্ডা৷ কথায় কথায় ‘বেগম জান’ ফিরে গেলেন তাঁর অতীতে৷ ছোটবেলার পুজো বলতে তাঁর চোখে ভাসছে এই পুজোই৷ তবে সে পুজোর সঙ্গে এখনকার পুজো বদলে গিয়েছে অনেকটাই৷ তবে নিজের কেরিয়ারে যেমন নতুনের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন, তেমনই নতুন পুজোর আবহেও নিজেকে মানিয়ে নিয়েছেন৷ আর তাই আড্ডা-হাসি-খুশি আর সেলফিতে জমে উঠল পুজোর মৌতাত৷ বেগম জানের ছেলেবেলার পাড়ার পুজোয় ঢাকের তালে কাঁসর বাজালেন পরিচালক সৃজিত৷

এবছর পুজোয় মুক্তি পেয়েছে তাঁর ‘রাজকাহিনী’৷ এ ছবিতে তিনি বেগম জানের ভূমিকায়৷ যে চরিত্রকে এখনও অবধি পরদায় দেখা সবথেকে শক্তিশালী মহিলা চরিত্র হিসেবে ব্যাখ্যা করেছেন মহেশ ভট্ট৷ বাংলা জুড়েও এখন দর্শক বেগম জানের প্রশংসায় পঞ্চমুখ৷ এবারের পুজোর মাত্রাই তাই অন্যরকম তাঁর কাছে৷ সেই খুশিকে সঙ্গি করেই ছেলেবেলার পাড়ার পুজো ঘুরে গেলেন ‘বেগম জান’ ঋতুপর্ণা সেনগুপ্ত৷