মস্তিষ্ক বিষয়টা এমনিতেই বেশ জটিল। আর তা যদি মহিলাদের হয়, তা হলে কথাই নেই। মেয়েদের মনের মতো মস্তিষ্কের হদিশ পাওয়াও বেশ কষ্টকর। আর মেয়েদের কার্যকলাপের প্রভাব যখন এসে পরে পুরুষদের ওপর, তখন সেই মস্তিষ্কের খবর একটু জেনে রাখতে হয় বইকি। তাই আগেভাগেই জেনে নিতে পারলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হয়। গ্যালারিতে দেখে নিন মহিলাদের মস্তিষ্ক সম্পর্কে আট তথ্য।
যন্ত্রণা ও চাপ মেয়েদের মস্তিষ্কে গভীর সমস্যার সৃষ্টি করে। তাই এই দু’টি থেকে তাদের যত দূরে রাখা যায়, ততই ভাল।
সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলারা ঝুঁকি নিতে ভালবাসেন। তাঁদের মস্তিষ্ক সে ভাবেই তৈরি।
বয়ঃসন্ধি ও অন্তঃসত্ত্বা অবস্থায় নারীদের মস্তিষ্কে বড় পরিবর্তন আসে। এ সময়ে কোনও মানসিক চাপ স্থায়ী ক্ষতি করতে পারে।
সন্তান জন্মের পর সদ্য মায়ের মস্তিষ্কে প্রচুর পরিবর্তন আসে। এ সময়ে তাদের বিশেষ খেয়াল রাখা জরুরি।
যৌনতার সময়ে মেয়েদের মস্তিষ্কের বেশির ভাগ অংশ কাজ করে না। তখন তাদের চিন্তা-ভাবনার ক্ষমতা একেবারে কমে যায়।
এমনিতে মেয়েদের গায়ে ঝগড়ুটের তকমা লাগা থাকলেও বিশেষজ্ঞদের দাবি, মেয়েরা কোনও ভাবেই ঝগড়া পছন্দ করে না।
মস্তিষ্কের গঠন অনুযায়ী মেয়েদের বোধশক্তি ছেলেদের থেকে বেশি।
মস্তিষ্কের গঠন অনুয়ায়ী মেয়েরা ছেলেদের চেয়ে কম আগ্রাসী হয়।
সানবিডি/ঢাকা/আহো