যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ার স্যান দিয়াগো শহরে শুক্রবারের ওই সংঘর্ষের পর অন্তত ৩৫ জনকে আটক করেছে পুলিশ।
স্যান দিয়াগোর কনভেনশন সেন্টারের সামনে ট্রাম্পের সমর্থক ও বিরোধীরা সংঘর্ষে জড়িযে পড়েন। পরে একে অপরের দিকে পাথর, পানির বোতল ও নিক্ষেপ করেন তারা।
পুলিশ শহরের কনভেনশন সেন্টারে লোকজনের জমায়েতকে বেআইনী ঘোষণা করে ৩৫ জনকে আটক করেছে। আগামী ৭ জুন ক্যালিফোর্নিয়ার প্রাইমারিকে সামনে রেখে ট্রাম্প মেক্সিকো সীমান্তের কাছের ওই শহরে সমাবেশে অংশ নিয়েছিলেন।
এর আগে, মেক্সিকোর সঙ্গে প্রাচীর নির্মাণ ও মেক্সিকোর অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার ওই মন্তব্যের জেরে বিক্ষোভকারীরা বিতর্কিত এই প্রেসিডেন্ট প্রার্থীর সমাবেশে প্রতিবাদ জানান।
এদিকে, সমাবেশে বক্তৃতার সময় আবারো অবৈধ অভিবাসীদের বের করে দিয়ে সীমান্তে প্রাচীর নির্মাণে অঙ্গীকার করেছেন ট্রাম্প। ওই সমাবেশের সময় এক হাজারেরও বেশি প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নেয়। ট্রাম্পের বক্তৃতার আগে শান্তিপূর্ণ বিক্ষোভ করে প্রতিবাদকারীরা।
সানবিডি/ঢাকা/আহো