ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকেলে বুড়িচং উপজেলার নিমসার বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাইসাইকেলের আরোহী বুড়িচং উপজেলার গাবারচর গ্রামের সিরু মিয়ার ছেলে শাহ জাহান (৪০) এবং লেগুনার যাত্রী দাউদকান্দি উপজেলার রামপুর গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫)।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এসআই মো. হানিফ জানান, কুমিল্লাগামী কে কে এশিয়া পরিবহনের একটি বাস নিমসার বাজার সংলগ্ন পরিহলপাড়া এলাকায় পেছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী ও এক লেগুনা যাত্রী নিহত হন।
সানবিডি/ঢাকা/আহো