

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন সেটি সত্য। বিএনপি না জেনে, না বুঝে মন্তব্য করছে।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর শান্তিনগরের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতা চান না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কি এবার দেশ বিক্রি করবে? নাকি সেন্টমার্টিন বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়? এটা আমাকে দিয়ে হবে না।
এম জি