

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অহরহ অর্থ পাচার হচ্ছে। এটি বন্ধের আইন প্রয়োগ কঠিন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাও সহজ নয়। তিনি বলেন, অর্থের বিনিময়ে উন্নত দেশে নাগরিকত্ব লাভের সুযোগ থাকে বলেই অর্থ পাচার করেন বিত্তবানরা।
শুক্রবার (২৩ জুন) এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল- বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের জনবান্ধব বাজেট। অংশগ্রহণকারী দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও গ্রিন ইউনির্ভার্সিটি অব বাংলাদেশ। পক্ষ ও বিপক্ষের তার্কিকদের প্রাণবন্ত উপস্থাপনা উঠে আসে বর্তমান বাস্তবতায় ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রস্তাবিত বাজেটে অর্থনীতির জন্য অনেক ইতিবাচক দিক থাকলেও অর্থ পাচার বন্ধে নেই সুনির্দিষ্ট নিদের্শনা।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অর্থপাচার বন্ধে রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের ধারাবাহিকতার উপর গুরুত্ব দেন। সেই সাথে এটির কারণ হিসেবে উন্নত বিশ্বের বিভিন্ন দেশের নীতিরও সমালোচনা করেন।
এম জি