নিজের হাতে সন্তানকে খুন করেছেন এক মা। কান্না থামাতে ছেলেকে বুকে চেপেই মেরে ফেলেন তিনি। এ ঘটনায় ঘাতক মা আইশিয়া মারি পাচেকোকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ মে আমেরিকার নর্থ ক্যারোলিনায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গত ২০ মে ছেলের জন্ম দেন আইশিয়া।
এর চারদিন পর ২৪ মে উইটেনবার্গ শহরের শেরিফের দফতরে ফোন আসে, একটি সদ্যোজাত শিশু একেবারে অসাড় হয়ে গেছে। শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। কিন্তু নাক, মুখের চারপাশে লালচে ছোপ দেখে সন্দেহ হয়। সন্দেহ হয় আগের দিনই মৃত্যু হয়েছে শিশুটির।
একটু চাপ দিতেই আইশিয়া স্বীকার করে ফেলেন, একটানা কান্না থামাতে সে সন্তানের মুখ জোরে চেপে ধরেছিল নিজের বুকে। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তার। আইশিয়া আদালতের কাছে বলেন, বিশ্বাস করুন, আমি চাইনি এমনটা ঘটুক। এটা একটা দুর্ঘটনা।