থাইল্যান্ডে জানুয়ারি-মে মাসে ৩৪ লাখ ৭০ হাজার টন চাল রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ বেশি। বৈদেশিক বাজারে উচ্চচাহিদা ও থাই মুদ্রা বাথের মূল্যমান দুর্বল হয়ে যাওয়ায় রফতানি বেড়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে রয়টার্সের প্রকাশিত খবরে বলা হয়, আগের বছরের তুলনায় শুধু মে মাসে চালের চালান ৮৮ শতাংশ বেড়ে প্রায় ৮ লাখ ৮৫ হাজার টন হয়েছে। ২০২৩ সালের সামগ্রিক বছরের হিসাবে চালের রফতানি ৮০ লাখ টনে গিয়ে ঠেকতে পারে। ফলে রফতানির পরিমাণ মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাবে বলে জানিয়েছেন বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান রোনারং ফুলপিপাট।
থাইল্যান্ডে চলতি বছর চালের উচ্চমাত্রায় উৎপাদন হয়েছে। ডলারের বিপরীতে বাথের ১ দশমিক ৮ শতাংশ অবমূল্যায়নের ফলে থাই চালের চালান সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে। এ বছর প্রত্যাশিত চাল রফতানির ফলে ভারতের পর থাইল্যান্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল রফতানিকারক হয়ে উঠবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জুরিন লাকসানাভিসিট।
এনজে