নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ আইন অনুষদের এল এল বি(সম্মান) ও এল এল এম ডিগ্রী সমাপনী উপলক্ষে গ্রাজুয়েশন সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অহিও নর্দান ইউনির্ভাসিটির আইন অনুষদের ডীন ড. রিচার্ট ব্যালেস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপ-উপার্চায প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের প্রবীন শিক্ষাবিদ, ভারপ্রাপ্ত উপাচার্য ও আইন অনুষদের ডীন প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক।
অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আফরোজা বিলকিস সহ বিভিন্ন অনুষদের ডীন,বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস