আমদানির পরও রাজধানীতে চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৪ ১৪:৪৯:১৮
ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে বাজারে দেশি পেঁয়াজের দাম কমবে, এমনটাই শোনা যাচ্ছিল। ইতোমধ্যে ভারতীয় কিছু পেঁয়াজ আমদানি হয়েছে। কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া দামেই। খুচরা বাজারে দেশি পেঁয়াজ এখনও বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। শুধু মানের দোহাই দিয়েই বিক্রেতারা বেশি দামে বিক্রি করছেন। তাই দেশি পেঁয়াজের দাম কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না এই মুহূর্তে।
একই সঙ্গে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষেরই অভিযোগ রয়েছে ভারতীয় পেঁয়াজের মান নিয়ে। তারা জানিয়েছেন, ভারতীয় পেঁয়াজের মান ভালো না থাকায় দ্রুতই নষ্ট হয়ে যায়।
শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার, পাড়া-মহল্লার মুদি দোকানে ঘুরে দেখা যায় পেঁয়াজ বাজারের বর্তমান পরিস্থিতি।
মিরপুর ১ নম্বরের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৫৬ থেকে ৬৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ২২ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মিরপুর ১ ও ২ নম্বরের পাড়া-মহল্লার ভ্রাম্যমাণ বিক্রেতারা দেশি পেঁয়াজ বিক্রি করছেন ৮০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি করছেন ৩৫ টাকা কেজি দরে। আর মুদি দোকানগুলোয় দেশি পেঁয়াজ ৮০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এনজে