বাংলাদেশ শ্রীলঙ্কা নয়, ইউরোপ-জাপান হবে: পরিকল্পনামন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৫ ১৬:০৯:০৫


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, হওয়ার সম্ভাবনা নেই। কোনো ভয় নেই। বাংলাদেশ এখন ইউরোপ, জাপান, চীন হবে। গত এক বছর ধরে কিছু লোক মানুষকে নানাভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। উস্কানি দিয়ে লাভ হবে না।

রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় মন্ত্রীর আব্দুল মজিদ কলেজ অডিটরিয়ামে হতদরিদ্রের মাঝে আর্থিক অনুদান বিতরণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

আন্তর্জাতিকভাবে দেশ একঘরে হয়ে গেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির এমন মন্তব্যের প্রতিবাদে পরিকল্পনামন্ত্রী বলেন, এক ব্যক্তির কথায় দেশ একঘরে হয়ে যায় না। জাতিসংঘও জানে না বাংলাদেশ একঘরে হয়ে গেছে। রিজভী কিভাবে জানলো? আমরা এখন বিশ্ব সমাজে আছি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এর আগেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে আমাদের দল কাউকে বাঁধা দেবে না। কোনো বিশৃঙ্খলা করবে না। তবে যদি কেউ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা, মারামারি কিংবা অগ্নিকাণ্ড করতে চায় তাদের প্রতিহত করা হবে। এলাকার মানুষও তাদের প্রতিহত করবে।

এম জি