বিশ্ববাজারে চিনির দরে বড় পতন
অর্থনীতি ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২৫ ১৭:০৫:১৮
আন্তর্জাতিক বাজারে চিনির দরে বড় পতন ঘটেছে। সবশেষ কার্যদিবসে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম আরেক দফা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, শুক্রবার (২৩ জুন) আইসিইতে আগামী জুলাইয়ের অপরিশোধিত চিনির মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৪ দশমিক ১৮ সেন্ট। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) যা ছিল ২৪ দশমিক ৫০ সেন্ট।
এরই মধ্যে বেঞ্চমার্কটির দাম কমে দাঁড়িয়েছিল ২৪ দশমিক ১৩ সেন্টে। বিগত ২ মাসের মধ্যে যা ছিল সর্বনিম্ন। সবমিলিয়ে ১ সপ্তাহে খাদ্যপণ্যটির দর কমেছে ৮ দশমিক ৫ শতাংশ।
একই কার্যদিবসে আসছে আগস্টে সাদা চিনির দরপতন ঘটেছে ২ দশমিক ৫ শতাংশ বা ১৬ ডলার। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৫৭ ডলার ৩০ সেন্টে। পূর্বের কর্মদিবসে তা ছিল ৬৬৫ ডলার ৭০ সেন্ট।
আসন্ন জুলাইয়ে চিনি সরবরাহের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ফলে অতিরিক্ত লাভের আশা ছেড়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে ভোগ্যপণ্যটির দর কমছে।
ডিলাররা বলছেন, ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে সঠিকভাবে আখ সংগ্রহ করা যাচ্ছে। এতে চিনি উৎপাদনের জন্য উচ্চ কাঁচামালের বরাদ্দ পাওয়া যাচ্ছে। ফলে ভোগ্যপণ্যটির দাম কমেছে।
দেশটির আখ উৎপাদন অঞ্চলে আগামী ৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে নির্বিঘ্নে ফসলটি কাটা যাচ্ছে। তাতে বিশ্ববাজারে সরবরাহ বেড়েছে।
এএ