২০ অক্টোবর (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দশম প্রতিষ্ঠাবর্ষিকী। দিনটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন, র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কন্ঠশিল্পী হৃদয় খান।
দশম প্রতিষ্ঠাবার্ষিকী বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র দশ বছরে উন্নয়নের স্বর্ণশিখরে পৌছতে পারবেনা। তবে এ বছর গবেষণা ও প্রকাশনায় যে অগ্রগতি হয়েছে তা উল্লেখযোগ্য বলে মনে করেন তিনি।
উপাচার্য জানান, দুই সেশনে মোট ১৯ জন গবেষক পিএইচডি ডিগ্রির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং ৫১জন গবেষক এমফিল ডিগ্রির জন্য ভর্তি হয়েছেন। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে জবি ক্যাম্পাস। দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তলনের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হবে। ৯টা ৩৫মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন, ১০টায় র্যালি, ১১টায় আলোচনা সভা এবং দিন শেষে ২টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি গান পরিবেশন করবেন কন্ঠশিল্পী হৃদয় খান এবং রাজিব। বিশ্ববিদ্যালয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন উপ-কমিটির আহবায়ক ড্রামা এন্ড মিউজিক বিভাগের চেয়ারম্যান ড. লাইসা আহমদ লিসা এ কথা জানিয়েছেন।
সানবিডি/ঢাকা/এসএস