এলএনজি রফতানি কমেছে যুক্তরাষ্ট্রে
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৩-০৬-২৬ ০৯:২৭:১৭
যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি মে মাসে লক্ষণীয় মাত্রায় কমেছে। রক্ষণাবেক্ষণজনিত কারণে অনেক এলএনজি প্লান্ট বন্ধ থাকায় রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে ইউরোপে দাম কমে যাওয়ায় অঞ্চলটিতে রফতানির পরিমাণ কমিয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। খবর রয়টার্স।
চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র রেকর্ড পরিমাণ এলএনজি রফতানি করেছিল। রফতানির পরিমাণ ছিল ৮০ লাখ ১০ হাজার টন। মে মাসে তা কমে ৭৬ লাখ ৬০ হাজার টনে নেমে যায়।
বাজার গবেষণা প্রতিষ্ঠান রিফিনিটিভ ইকনের দেয়া তথ্যমতে, গত মাসে ইউরোপে কমলে এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোয় রফতানি বাড়াতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইউরোপে বাজার থেকে যে ঘাটতি তৈরি হয়েছিল তাতে কিছুটা ভারসাম্য এসেছে।
রাইস্ট্যাড এনার্জি জানায়, জুলাইয়ে সরবরাহের জন্য এশিয়ার বাজারে এপ্রিলে এলএনজির দাম কমে গিয়েছিল। মে মাসে তা আবারো বাড়তে শুরু করে। ফলে ব্যবসায়ী ও জ্বালানি তেলের শীর্ষ কোম্পানিগুলোর জন্য যুক্তরাষ্ট্রের এলএনজি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে।
এনজে