মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে ফিউচার মার্কেটে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৮ ০৯:৪৮:৫০


ফিউচার মার্কেটে মঙ্গলবার বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দম। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো পণ্যটির দাম বাড়ল। মূলত প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার প্রভাবে কয়েকদিন ধরে মালয়েশিয়ান পাম অয়েলের বাজার ঊর্ধ্বমুখী। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান পাম অয়েলের বাজার আদর্শ দাম ২৭ রিঙ্গিত বা দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৭৪৬ রিঙ্গিতে (৮০৩ ডলার ৫২ সেন্ট)।

করোনা মহামারীর পর থেকেই তীব্র শ্রমিক সংকটে ভুগছিল মালয়েশিয়া। বর্তমানে এ সংকট শিথিল। এতে দেশটিতে দেখা দিয়েছে পাম অয়েলের সরবরাহ বাড়ার সম্ভাবনা। বছরের শেষার্ধে পাম ফলের বাম্পার ফলন প্রত্যাশা করছেন খাতসংশ্লিষ্টরা।

আইওআই কর্প প্লান্টেশনের পরিচালক সাধুকরন নোট্টাহ ভাস্কারান বলেন, ‘‌বাগানগুলোয় শ্রমিক ফিরতে শুরু করায় ফল সংগ্রহের হার বেড়েছে। ভালো মানের তেল নিষ্কাশন অপরিশোধিত পাম অয়েলের উৎপাদন বাড়াচ্ছে। দুই বছর ধরে ভালো বৃষ্টিপাতের প্রভাবে পাম ফলের গঠনও ভালো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘‌পাম অয়েল উৎপাদন এখন থেকেই বাড়ছে। আগামী আগস্ট-সেপ্টেম্বর নাগাদ উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। এ বছর বেশ ভালো উৎপাদনের প্রত্যাশা করছি আমরা।’

এনজে