ইউক্রেনে গম উৎপাদন ৫০ শতাংশ কমার আশঙ্কা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৮ ১২:৪০:২২


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে চলতি বছর ইউক্রেনে গম উৎপাদন কমে ১২ বছরের সর্বনিম্নে নামতে পারে। শস্যটির রফতানি কমে নামতে পারে ১১ বছরের সর্বনিম্নে। মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এই প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ বিপণন মৌসুমে উৎপাদন ১ কোটি ৭৫ লাখ টনে নামতে পারে। ২০১-২২ মৌসুমে উৎপাদন হয়েছিল রেকর্ড ৩ কোটি ৩০ লাখ টন। সে হিসাবে উৎপাদন ৫০ শতাংশ কমবে। এদিকে রফতানি ১ কোটি ৫ লাখ টনে নামার পূর্বাভাস দেয়া হয়েছে। ২০২২-২৩ মৌসুমে প্রাক্কলিত রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৬০ লাখ টন, ২০২১-২২ মৌসুমে যা ছিল ১ কোটি ৮৮ লাখ টন। এদিকে রাশিয়া কৃষ্ণ সাগরীয় খাদ্যশস্য চুক্তি থেকে বেরিয়ে এলে এ পূর্বাভাস আরো কমিয়ে আনতে পারে মার্কিন কৃষি বিভাগ।

ইউক্রেনে কৃষিপণ্য উৎপাদন ২০৫০ সাল নাগাদ যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। এ খাতে ঘুরে দাঁড়াতে দেশটির দুই দশকের বেশি সময় লাগবে। কিয়েভ স্কুল অব ইকোনমিকসের সেন্টার ফর ফুড অ্যান্ড ল্যান্ড ইউজ রিসার্চের এক প্রাক্কলনে এ তথ্য উঠে এসেছে।

প্রাক্কলন অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনের কৃষি খাতে ৯০০ কোটি ডলার লোকসান হয়েছে, যা দেশটির ২৬ শতাংশেরও বেশি স্থাবর সম্পত্তির সমান।

দুই দেশের মধ্যে সংঘাত শুরুর আগে ২০২১ সালে ইউক্রেন প্রায় ৩ কোটি ৩০ লাখ হেক্টর জমিতে খাদ্যশস্য ও তেলবীজ আবাদ করে। গত বছর আবাদি জমির পরিমাণ কমে ২ কোটি ৫০ লাখ হেক্টরে নামে। শিগগিরই যুদ্ধ শেষ না হলে আবাদি জমির পরিমাণ আরো কমার আশঙ্কা রয়েছে।

এনজে