কয়েকবার বাড়ার পর এবার দেশের বাজারে কমলো বিভিন্ন মানের সোনার দাম। নতুন দাম অনুযায়ী ভরি প্রতি সোনায় সর্বনিম্ন ১০৪৯ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত কমেছে। নতুন দর আগামী মঙ্গলবার (৩১ মে) থেকে কার্যকর হবে।
রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজুস জানিয়েছে নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৭ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৬ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ১২৭ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১০৮ টাকা।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনায় ১৫১৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনায় ১০৪৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ১৪৫৮ আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৫৮ টাকা কমেছে।
আগামীকাল সোমবার পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৩১৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬৬৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৭ হাজার ৫৮৫ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১৬৬ টাকা বিক্রি হবে।
চলতি বছর এ পর্যন্ত পাচ বার দেশের বাজারে বেড়েছে সোনার দাম। সর্বশেষ গত ৬ মে সোনার দাম প্রতি ভরিতে ১২২৫ টাকা বাড়ানো হয়েছিল। তবে এক মাসের ব্যবধানে অর্থাৎ চলতি বছর প্রথম বারের মতো কমানো হলো সোনার দাম ।
বাজুস সভাপতি কাজী সিরাজুল ইসলাম বাংলামেইলকে বলেন, আসলে আমাদের দেশের সোনার দাম আন্তর্জাতিক বাজারে সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। দাম কমায় দেশের বাজারে সোনা বেচাকেনার পরিমান বাড়বে বলে আশা করছেন তিনি।
চলতি বছর এর আগে পাঁচবার দেশের বাজারে বেড়েছিল সোনার দাম, সর্বশেষ বেড়েছিল গত ৬ মে।
সানবিডি/ঢাকা/এসএস