টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৫ ১৪:০৪:২২

টেস্টে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয়ের পর বাংলাদেশের সামনে এবার ওয়ানডে মিশন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
বুধবার (৫ জুলাই) সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।
এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন।
এদিকে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। এ ছাড়া একাদশে তিন পেসার নিয়ে মাঠে নামছে লাল-সবুজেরা।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












