কঙ্গনা রানাউত এবং হৃতিক রোশনের ঝামেলার সময় সিদ্ধার্থ রায় কাপূর কঙ্গনার হয়ে কথা বলেছিলেন। আর তাতেই নাকি সিদ্ধার্থের উপর রাগ করেছিলেন বিদ্যা বালন! সেই গুজবকে হেসে উড়িয়ে দিলেন বিদ্যা।
বিদ্যা বলেন, ‘আপনারা বলছেন, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে কঙ্গনা প্রসঙ্গে! কিন্তু আমি তো এ রকম কিছুই জানি না!’’
বিদ্যা জানিয়েছেন, কঙ্গনা-হৃতিকের আইনি ঝামেলায় তিনিও কঙ্গনার পাশে আছেন। ‘তিন’, ‘কহানি টু’এর মতো ছবির সঙ্গে বিদ্যা সম্প্রতি ‘এক আলবেলা’ নামে এক মরাঠি ছবিতেও কাজ করেছেন।
বিদ্যার ভাষ্য,‘আরেকটা মালয়ালি বায়োপিকে কাজ করছি। আসলে আমি খুব লোভী অভিনেত্রী। তাই যা চরিত্র পাই, তাতেই কাজ করি। আরও অনেকগুলো বায়োপিকে কাজ করার প্রস্তাব পেয়েছি।’
সানবিডি/ঢাকা/এসএস